মুরশিদ রূপ করিলে হেলা
শঙ্কা যায় তারি।।
জাহের বাতেন সব সফিনায়
পুশিদার ভেদ দিলাম সিনায়
এমনি মত তোমরা সবাই
বল সবারি।।
অবোধ অভক্ত জনা
তারে গুপ্ত ভেদ বল না
বলিলে সে মানিবে না
করবে অহঙ্কারী।।
তোমরা সব খলিফা রইলে
যে যা বোঝে দিও বলে
লালন বলে, রাসুল করলে
এ নসিহত জারি।।
0 comments:
Post a Comment