জানতাম যদি বন্ধু আমি কোথায় তোমার ঘর
পাখি হইয়া উইড়া যাইতাম ডানায় দিয়ে ভর
বন্ধুরে কোথায় তোমায় ঘর…
এক পলকের চোখের দেখা আমারে করিয়া একা
করলা বসত বুকেরও ভিতর
বন্ধুরে কোথায় তোমায় ঘর…
দুই চোখেতে বহে নদী কাছে না আসিবা যদি
কেন ভরাইলা প্রেমেতে অন্তর
বন্ধুরে কোথায় তোমায় ঘর…
———————
মীরা সিনহা
সুর ও সঙ্গীত- মাহমুদ জুয়েল
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment