গত নিশি কোথায় ছিলে
ও বাঁকা শ্যাম
প্রভাতে জ্বালাতে এলে কেনে
প্রভাতে জ্বালাতে এলে
গত নিশি কোথায় ছিলে
নিঠুর কালিয়া সোনারে সোনা
গত নিশি কোথায় ছিলে।।
আসিবে শ্যাম বলে তুমি
কথা দিয়া ছিলে
রজনি পোহাইয়া গেল
তুমি না আসিলে।।
সারা নিশি জাগিয়া
মালাটি গাঁথিয়া
ছিঁড়ে ফেলেছি সকালে
কঙ্কনেরও দাগ তোমার
অঙ্গেতে লেগেছে
কোন নারীর হার তোমার
গলেতে ঝুলেছে।।
ঢলঢল আঁখি
কালি পরা দেখি
সিঁদুর মেখেছে কপালে
ও নিঠুর নিদারুন শ্যাম
তোমারি কারণে আমি
সব কিছু হারালাম
সব কিছু হারালাম।।
লীলা কেঁদে বলে
ভাসি নয়ন জলে
জীবনটা গেল বিফলে
—————–
কণ্ঠ: চমক হাসান
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment