আগুনি জ্বালিয়া,                         মরিব পুড়িয়া,
কত নিবারিব মন।
গরল ভখিয়া                         মো পুনি মরিব,
নতুবা লউক সমন।।
সই! জ্বালহ অনল চিতা!সীমন্তিনী লইয়া,                         কেশ সাজাইয়া,
সিন্দুর দেহ সে সীঁথায়।।
ধ্রু।তনু তেয়াগিয়া,                         সিদ্ধ যে হইব,
সাধিব মনের যত।
মরিলে সে পতি,                         আসিবে সংহতি,
আমারে সেবিবে কত।।
তখন জানিবে,                         বিরহ বেদনা,
পরের লাগিয়া যত।
তাপিত হইলে,                         তাপ যে জানয়ে,
তাপ হয় যে কত।।
বিরহ বেদন,                         না জানে আপন,
দরদের দরদী নয়।
চণ্ডীদাস ভণে,                         পর দরদের,
দরদী হইলে হয়।
————–
অনুরাগ।–সখী সম্বোধনে ।।
তুড়ি ।।
আগুনি – আগুন। মো – আমি।
সীমন্তিনী – সধবা স্ত্রী।
দরদের – ব্যথার।


0 comments:

Post a Comment

 
Top