ভাব সম্মিলন ।। সুহই ।। (শ্রীরাধিকার উক্তি)
অনেক সাধের,                  পরাণ বঁধুয়া,নয়ানে লুকায়ে থোব।
প্রেম চিন্তামণির,                  শোভা গাঁথিয়া,
হিয়ার মাঝারে লব।।
তুমি হেন ধন,                  দিয়াছি যৌবন,
কিনেছি বিশাখা জানে।
কিবা ধনে আর,                  আধিকার কার,
এ বড় গৌরব মনে।।
বাড়িতে বাড়িতে,                  ফল না বাড়িতে,
গগণে চড়ালে মোরে।
গগণে হইতে,                  ভূমে না ফেলাও,
এই নিবেদন তোরে।।
এই নিবেদন,                  গলায় বসন,
দিয়া কহি শ্যাম পায়।
চণ্ডীদাস কয়,                  জীবনে মরণে,
না ঠেলিবে রাঙ্গা পায়।।


0 comments:

Post a Comment

 
Top