তোরে পাইলে নয়নে নয়ন রাখিব।
আমি নয়নে নয়ন রাখি শ্যাম।।
হৃদ-আসন সাজাইয়া রাখব তোরে শোয়াইয়া।
আমি আর কেহরে পাইতে দিতাম না রে শ্যাম।।
কলিজার ফুল দিয়া রাঙা চরণ ধোয়াইয়া।
মাথার কেশে মুছাইয়া লইবো রে শ্যাম।।
গোপন কথা তোরে কইবো মনের দুঃখ ঘুচাইবো।
আর কেহ রে শুনতে দিতাম না রে শ্যাম।।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment