যারে ভাবলে পাপীর পাপ হরে,
দিবানিশি ডাক মন তারে।।
গুরুর নাম সুধা-সিন্ধু
পান কর তাতে একবিন্দু
সখা হবে দিনবন্ধু
অন্য ক্ষুধা রবে না রে।।
যে নাম প্রহ্লাদ হৃদয়ে করে
অগ্নি-কুণ্ডে প্রবেশ করে
কৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করে
হিরণ্যকশিপুরে মারে।।
বলছে লালন, মন রসনা
ভাবলি না শেষের ভাবনা
মহাজনের ষোল আনা
একদিন বলে তা ভাবলি না রে।।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment