গুরু উপায় বলো না
জনম দুখী কপাল পোড়া গুরু
আমি একজনা।।
গিয়েছিলাম ভবের বাজারে
ছয়জন চোরা করলো চুরি
গুরু বাঁধল আমারে।।
ছয় চোরা খালাস পাইলো রে
গুরু আমি রইলাম জেলখানায়।।
শিশুকালে মরে গেল মা
গর্ভে থাকতে মরলো পিতা গুরু
চোখে দেখলাম না।
কে করিবে লালন-পালন গুরু
কে দিবে মোরে সান্ত্বনা।।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment