ও রাই জাগো গো,
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া যাচ্ছো গো রাই ঘুমাইয়া
ও রাধে, কূল-কলঙ্কের ভয় কি তোমার নাই…গো
ওহ…জয় রাধে
বাসী ফুল জলে ফেলে, কোন শ্যামের ফুল তুলিয়ে
আমি সে ফুল দিয়ে যুগল রূপ সাজাই…গো
ওহ…জয় রাঁধে
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment