গোলেমালে গোলেমালে পিরিত কোরোনা
পিরীতি কাঁঠালের আঠা
আঠা লাগলে পরে ছাড়বে না
এক পিরিতে শিব শ্মশানবাসী
আর এক পিরিতে গোরা হোলো
নদের নিমাই সন্যাসী
সে যে গীতগোবিন্দ পদ্মাবতী
এরাই কেবল কয়জনা
পিরীতি জগডুমুরের ফুল
কিন্তু আলোক লতার মূল
সন্ধান না জানতে পারলে
জীবের পক্ষে ভুল
ওযে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে
লড়তে চড়তে পারেনা
একজন ব্রাহ্মনের ছেলে
সে তো এমনি বিটকেলে
আর পিরিত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে
পিরিতের জাতের বিচার করতে গেলে
মিলবেনা চাঁদের কণা
—————
পূর্ণদাস বাউল
 


0 comments:

Post a Comment

 
Top