আগো সই কে জানে এমন রীত।
শ্যাম বঁধুর সনে,           পিরীত করিয়া,
কেবা যাবে পরতীত।।
খাইতে পিরীতি,          শুইতে পিরীতি,
পিরীতি স্বপনে দেখি।
পিরীতি লহরে,      আকুল হইয়া,
পরাণ পিরীতি সাক্ষী।।
পিরীতি আঁখর,      জপি নিরন্তর,
এক পণ তার মূল।
শ্যাম বন্ধুর সনে,       পিরীতি করিয়া,
নিছিয়া দিলাম কুল।।
চণ্ডীদাস কয়,     অসীম পিরীতি,
কহিতে কহিব কত।
আদর করিয়া,     যতেক রাখিবে,
পিরীতি পাইবা তত।।
————–
অনুরাগ।–সখী সম্বোধনে ।।
ধানশী ।।
নিছিয়া – জলাঞ্জলী।


0 comments:

Post a Comment

 
Top