এক পাড়ে মন বসত করে
অন্য পাড়ে বাঁধে ঘর
মনকে বলি যাসনে ওপাড়
ঘর করে নড়বড়।।
জীবন নদীর জোয়াড় ভাটায়
নৌকাখানি তরঙ্গ পায় খানিক চরে
চরের বুকে ঢেউ লাগিলে
রঙ্গপানি উছলে পরে
দেহের গাঙ্গে বাঁকে বাঁকে
বাহির ও ভিতর ।।
মন বুঝেনা বুঝলে সে কি
যায়রে ছুটে বাদল টুটে এমন ভোরে
ভোরের নিশা যেই কাটিবে
মনের বাতি সলতে পুড়ে
দেখবি’রে তুই আপন ঘরে
অন্যরকম পর ।।
পাগলা হাওয়া লাগলে দেহে
দেহের লাগাম যায়রে খুলে বিষম ভুলে
ষোল কলায় রঙ্গমেলায়
মন-মহাজন মাতে খেলায়
দেহের ভেতর আরেক
গতর করে’রে ধরফর ।।
 


0 comments:

Post a Comment

 
Top