তুমি কার লাগিয়া গাঁথোরে সখি বকুল ফুলের মালা
নিশি রাতে কুঞ্জবনে আসবে কি শ্যাম কালা
কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি
সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি
সে যে ইচ্ছে করে রাত দুপুরে বাড়ায় বুকের জ্বালা
ঘরে তোমার মন বসেনা মন যে হয় উদাসী
দেখা হলে বলো তারে করতে চরণদাসী
তারে বারণ করো বিনয় করে খেলতে নিঠুর খেলা
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment