এমন প্রেমের নদীতে সই গো ডুব দিলাম না।
নদীর কূলে কূলে ঘুরে বেড়াই পাইনা ত ঘাটের ঠিকানা।
নিত্য ঘাটে আসি বসি জলের ছায়ায় ঐ রূপ দেখি গো,
জলে নামি নামি নামি করি মরণভয়ে নামি না।
জলে পদ্ম স্থলে পদ্ম, পদ্মে কত মধু আছে গো,
কালো ভ্রমর জানে মধুর মর্ম্ম গোবরা পোকা জানে না
চণ্ডীদাস আর রজকিনী তারা প্রেমের শিরোমণি গো,
তারা এক মরণে দুই জনে মরে এমন মরে কয় জনা।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment