আসমান ভাইঙ্গা জোছনা পড়ে
আমার ঘরে জোছনা কই?
আমার ঘরে এক হাঁটু জল
পানি তে থৈ থৈ।
নিশি রাইতে সবাই ঘুমায়
আমার চোখের নিদ্রা কোথায় রে?
এমনি কইরা দুঃখের বোঝা
আর কত কাল বই
আমার ঘরে এক হাঁটু জল
পানি তে থৈ থৈ।
চাইনি মানিক চাইনি রতন
সাধ আঁছিল মনের মতন রে
চান্দের আলো উজ্জ্বল ঘরে
সুখে দুঃখে রই
আমার ঘরে এক হাঁটু জল
পানি তে থৈ থৈ।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment