যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে।।

সে পথে আছে সদায়
বিষম কালনাগিনীর ভয়
যদি কেউ আজগবি যায়
অমনি উঠে ছোঁ মারে।
পলকভরে বিষ ধেয়ে তার
ওঠে ব্রহ্মারন্ধ্রে রে।।

যে জানে উলট-মন্ত্র
খাটায়ে সেই তন্ত্র
গুরু-রূপ করে নজর
বিষ ধরে সাধন করে।
ও তার করণ-রীতি সাঁই দরদী
দরশন দিবে তারে।।

সেই যে অধর ধরা
যে দিকে ও চাহে তারা
চৈতন্য-গুণীন যারা
গুণ শেখে তার দ্বারে।
সামান্যে কি পারবে যেতে
সেই রূপ কাপের ভিতরে।।

ভয় পেয়ে জন্মাবধি
সে পথে না যায় যদি
হবে না সাধন সিদ্ধি
তাও শুনে মন ঝরে।
লালন বলে, যা কর সাঁই
থাকতে হয় সে পথ ধরে।।

0 comments:

Post a Comment

 
Top