একি দুরাশা,… একি দুরাশা!
আমার, মন ভরা ভাবে ভরা অভাব যে ভাষা
. একি দুরাশা
. (যত) গণ্ডগোলের পণ্ডিতেরা
. মোণ্ডা মেঠাই মাল্পো ঘেরা
ঠাণ্ডা মাথায় ডাণ্ডা পিটে প্যাণ্ডানি দেয় বেশ
. ন্যায্য কথা বলতে গেলে
. হয়তো ধরে ঠেল্বে জেলে
হায়রে মোরা দেশের ছেলে হায়রে সোনার দেশ
. একি দুরাশা
. যা হোক সাবাস বুদ্ধি বটে
. ঘটিয়েছে ঘোঁট লাফিয়ে ঘটে
রটিয়ে দেছে জুটিয়ে যত হাত পাকানো মাল
. সম্প্রদায়ে সম্প্রদায়ে
. লাগিয়ে দিতে কম্প গায়ে
জমকালো ঐ সাম্প্রদায়িক ঢুকিয়েছে দালালা
. একি দুরাশা !
. যত সংখ্যালঘু শঙ্কা মনে
. ভাবছে মনে— হায় কেমনে
সঙ্গোপনে মন রেখে কার বাঁচিয়ে রাখে প্রাণ
. বর্ণচোরা কর্ণধারে
. মর্ম বুঝে কোপ্ টি মারে
ঘাপটি মেরে সাপ্ টাতে চায় সামনের ইলেক্ শান
. একি দুরাশা—–
. জপিয়ে যত জালিমগণে
. ডালিমদানা খায় গোপনে
তালিম দেওয়া টাকায় হবে—- জম্ জমাটি জাঁক
. উড়িয়ে দেবে রঙিন ফানুষ
. ঘাবরে যাবে দেশের মানুষ
তবে কিনা, তলার মাটি বেবাক চিচিং ফাঁক
. একি দুরাশা——-
. যাক্ গে ওসব থাকগে বাকি
. ফাঁক্ তালেতে ফাঁসব নাকি
বাঁশ নিয়ে তো মাসকাবারি আইনে যারা খায়
. হয়তো কোথাও ঘাপ্ টি মেরে
. দেখছে এ গান গাইছে কেরে
কর্মফেরে ‘নাচারে’ নাম টুক্ তেছে খাতায়
. একি দুরাশা—–
. তাইতো বেশি সজ্জা করে
. বল্ তে কিছু নজ্জা করে
ভদ্রবেশী বজ্জাতেরা ঘর জ্বালাবে পাছে
( তাই ) বল্ ছে লোকে কর্ণে শুনি
. বর্ণে বর্ণে ধুক্পুকুনি
টুক কোরে যায় ‘টুনটুনিরা’ টিক্ টিকিদের কাছে
. একি দুরাশা——-
. তারপরে তো হদ্দ মজা
. খাইয়ে দেবে খাস্তা গজা
অর্থাৎ সেই খেঁটে ধ্বজা পড়বে দমাদ্দম
. সব শেষে যা ঘটতে পারে
. বলব বলুন কি দরকারে
সরকারের সব কেলেঙ্কারি জানে কি কেউ কম,
. একি দুরাশা——–
. কাজেই যে যা করুকগে ছাই
. শুক্ নো ল্যাঠায় কাজ কিছু নাই
রাং কি সোনা করতে যাচাই চাইনা এ সভায়
. মরছি মরি, লাখ কি দুলাখ
. ‘স্বাধীন’ ভারত থাক বেঁচে থাক
সরু সরু চাল কিনে খাক শ্রীযুত বিধান রায়
. একি দুরাশা——
( আমি ) ঘাপ্ টি মেরে থাকব পড়ে
. অহিংসার ওই ধ্বজা ধরে
মরে মরে দেশটা যদি উজোড় হয়ে যায়
. কুছ পরোয়া নেইকো তাতে
. পারব নিজের ঘর জ্বালাতে
অতুল্য ঘোষ হাতে হাতে দেয় যদি বিদায়
. একি দুরাশা—-
. তবে কিনা ভোটের ঝোঁকে
. বিগড়ে গিয়ে দেশের লোকে
সবাই মিলে যদি রোখে হিন্দু-মুসলমান
. জন জাগরণের ঝড়ে
. যদি গদি উল্ টে পড়ে
( আমার ) ঘরের খড়ের তড়পাগুলো করব ওদের দান
. একি দুরাশা——
( ওদের ) বলদগুলো খেতে পাবে
. বলদগুলো কেটে যাবে
নতুন সুরে গান শোনাবে নতুন কবিয়াল
. হয়ত আমি থাকব নাকো
. সেদিন কাজে লাগব নাকো
কোনও দিন গান আর জাগব নাকো হবে না সকাল
. একি দুরাশা, একি দুরাশা
—————–
গুরুদাস পাল
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment