এবার ভাঙল বুঝি ভুল
সম্মুখে ওই মৃত্যু খাঁড়া পশ্চাতে ত্রিশূল
.                    এবার, ভাঙল বুঝি ভুল
টুট্ ছে আঁধার ফুটছে আলো, ছুট্ ছে নরনারী
শঙ্কা কিরে ডঙ্কা মেরে দাওনা সাগর পাড়ি |
.                                                   এবার———
আসমুদ্র হিমাচলের অসন্তোষের ——ঝড়ে
কংসরাজের কাঁপছে কারা কখন ভেঙে পড়ে |
.                                             এবার—–
ডাক্ দিতেছে কুচবিহার আর কাকদ্বীপের ওই মাটি
সেই ডাকে খাঁক্ হোকনা মোদের তুচ্ছ ঝগড়াঝাঁটি
.                                              এবার——
দুর্যোধনের সৈন্য আজও সগর্বে বিরাজে
কোথায় আছ সব্যসাচী নির্যাতিতের মাঝে
.                                               এবার——-
বাজাও তোমার পাঞ্চজন্য, প্রলয় হুঙ্কারে
ওঙ্কার ধ্বনি গর্জে উঠুক প্রণব ঝঙ্কারে
.                                               এবার——
প্রতিভার এই আত্মা আজও বৌবাজারের মোড়ে
অহল্যার অজাত শিশু পিছু পিছু ঘোরে
.                                                এবার——-
শত শহীদের খুনে আমাদের ঋণ
শুধিবারে আসিতেছে সেই শুভদিন
.                                                এবার—–
জেগে ওঠো মৃত্যুঞ্জয়ী অমর জনতা
মুছে দাও অতীতের ব্যর্থতার কথা
.                                               এবার——
আগে চলো, আগে চলো, হও আগুয়ান
মরণ বিজয়ী হিন্দু আর মুসলমান
.                                               এবার——-
সবাকার এ মাটিতে মিলেমিশে বাঁচ্ তে
দিতে হবে ভোট যেথা ধানশীষ কাস্তে
.                                               এবার——
————-
গুরুদাস পাল
 


0 comments:

Post a Comment

 
Top