একবার দুইবার তিনবার কইলাম
চাইরবারের বার গাড়ি ডাকাইলাম
আড়ি আড়ি আড়ি, আমি বাপের বাড়ি চইল্লাম
দিনের পরে দিন
অমার কাটে না যে দিন
তুমি সহরে পাঁচ পাঁচ দিন থাকো
গাঁয়েতে দুইদিন
তোমার চাকুরি হইল মোর সতিন
আমি অধীন গ্রামেই রইলাম
পদ্মানদীর চর
মোর ছিল বাপের ঘর
আমি বাস্তুভিটা সব হারাইয়া
পাইলাম তোমায় বর
তাই বাপের বাড়ি নাই যে আমার
কথার কথা তাই তো কইলাম
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment