মুরশিদের মহৎ গুণ লেনা বুঝে।
যাহার কদম বিনে ধরম করম মিছে।।
মুরশিদ যার আছে নিহার
ধরিতে পারে অধর
সেই অনাযাসে।
মুরশিদ খোদা ভাবলে জুদা
পড়বি পেচে।।১

যত সব কলমা কালাম
ঢুঁড়িলে মিলে তামাম
কোরান বিচে।
তবে কেনো পড়া ফাজেল
মুরশিদ ভজে।।

আলাদা বস্তু কি ভেদ
কিবা হয় ভেদ মোরশেদ
জগৎ মাঝে।
সিরাজ সাঁই কয়, দেখ রে লালন
আক্কেল খুঁজে।।


0 comments:

Post a Comment

 
Top