তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হবো কালাচাঁন
ওরে প্রেম কলঙ্কের জ্বালা কতরে
করবো আমি তার প্রমাণ
বানাইবো তোরে আমি কুলের কুলবালা
বুঝাইবো সখিরে প্রেম-বিচ্ছেদের জ্বালা
কেমন করে ঘরে রবি রে
কেমনে রাখবি কুলমান
যমুনারই কূলে যখন বসে কদমতলে
বাজাওবো বাঁশের বাঁশী রাধা রাধা বলে
বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
কেমন কঠিন বিষের বাণ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment