তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হবো কালাচাঁন
ওরে প্রেম কলঙ্কের জ্বালা কতরে
করবো আমি তার প্রমাণ
বানাইবো তোরে আমি কুলের কুলবালা
বুঝাইবো সখিরে প্রেম-বিচ্ছেদের জ্বালা
কেমন করে ঘরে রবি রে
কেমনে রাখবি কুলমান
যমুনারই কূলে যখন বসে কদমতলে
বাজাওবো বাঁশের বাঁশী রাধা রাধা বলে
বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
কেমন কঠিন বিষের বাণ
 


0 comments:

Post a Comment

 
Top