অঙ্গ পুলকিত, মরম সহিত,অঝরে নয়ন ঝরে।
বুঝি অনুমানি, কালা রূপ খানি,তোমারে করিয়া ভোরে।।
দেখি নানা দশা, অঙ্গ যে বিবশা,নাহত এত বড় ভারে।
সে বর নাগর, গুণের সাগর,কিবা না করিতে পারে।।
শুন শুন রাই, কহি তুয়া ঠাঁই,ভাল না দেখি যে তোরে।সতী কুলবতী, তুয়া যে খেয়াতি,আছয় গোকুল পুরে।।
ইহাতে এখন, দেখি যে কেমন,নাহি লাজ গুরুতরে।
কহে চণ্ডীদাসে, শ্যাম নব রসে,বুঝিলে বুঝিতে নারে।।
——————-
রাধার পূর্বরাগ ।।
তুড়ি ।।
খেয়াতি – খ্যাতি।
আছয় – আছে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment