আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ
তোমারে না পাইয়া
পিরিতি শিখাইয়া কান্দাইয়া গেলা
(বন্ধু) ফিরা তো আর আইলা না
পাষাণে বান্ধিয়া হিয়া
সব নিলা কাড়িয়া
তুমি কোন পরানে আছো বন্ধু
কইয়া গেলা না
মনের ঘরে দাগা দিয়া
বন্ধু গেলা চলিয়া
আমার আশার তরী আশায় রইল
তুমি বাইলা না
————————-
মুজিব পরদেশী
 


0 comments:

Post a Comment

 
Top