আসবে যখন কাল বৈশাখী
বল তখন কোথায় থাকি
আসবে যখন কাল বৈশাখী
দেহের এ ঘর কেমনে রাখি
বাহির হইলে মরণ আমার
বাঁচি কেমন করে
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে রে আমার
ডাইনে বায়ে দুই জানালা
ছাদ জুড়ে তার সদর দরজা
বাউল মনে ঘুইরা বেড়ায়
থাকতে চায় না ঘরে
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর নড়বড় করে
কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বর করে
ভিন্নপাঠ–
আসবে যখন কাল বৈশাখী
বল তখন কোথায় থাকি
বাহির হইলে মরণ আমার
থাকি কি করে ঘরে
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে রে আমার
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বর করে
ডাইনে বায়ে দুই জানালা
ছাদ জুড়ে তার দরজা খানা
বাউল মনে খুইলা কপাট
থাকবার না চায় ঘরে
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর নড়বড় করে
কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর
ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বর করে
———–
কথা ও সুর : জাহিদ আহমেদ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment