ও আমার একলা যেতে ভয় করে
চলো গুরু যাই দুজন পারে
ভবে যেতে গুরু আসতে গুরু
গুরু আমার যা করে।।
দেহ ছিল শ্মশান সমান
গুরু এসে মন্ত্র দিয়ে
করল ফুল বাগান
এখন সেই বাগানে ফুল ফুটেছে
অধরচাঁদ বিরাজ করে।।
পারের নাবিক আছে ছয়জনা
পারের কড়ি না থাকিলে
নৌকায় নেবে না
এখন ভবপারে যাই কি করে
তুমি নাও মোরে কৃপা করে।।
———–
শিল্পী: ভক্তিদাস বাউল
 


0 comments:

Post a Comment

 
Top