মুরশিদকে মানিলে খোদায় মান্য হয়।
শুভা যদি হয় কাহারো কেতাব
দেখলে মিটে যায়।।
বে-মুরিদেরা যত
শয়তানের অনুগত
এবাদৎ বন্দেগী তার তো
সই দেবে না দয়াময়।।
মুরশিদ যা এসারা দেয়
বন্দেগীর তরিক যে হয়
কোরানেতে সাফ লেখা যায়
আকার ওলি দরবেশ তারাও কয়।।
মুরশিদের মেহের হলে
খোদার মেহের তারি বলে
মুরশিদ না ভজিলে
তার কি আর আছে উপায়।।
মুরশিদ পথের দাড়া
যাবা কোতায় তার ছাড়া
সিরাজ সাঁই কয়, লালন গোড়া
পথ ধরে থেকো সদায়।।
0 comments:
Post a Comment