আশেকে উন্মত্ত যারা
তাদের মনের বিয়োগ
জানে তারা।।
কোথা বা শরার টাটি
আশকে বেভুল সেটি
মাশুকের চরণ দুটি
নয়নে আছে নেহারা।।
মাশুক রূপ হৃদয়ে রেখে
থাকে সে পরম সুখে
শত শত স্বর্গ দেখে
মাশুকের চরণে ধরা।।
না মানে সে ধর্মাধর্ম
না মানে সে কর্মাকর্ম
যার হয়েছে বিচার সাম্য
লালন কয়, তার করণ সারা।।

0 comments:

Post a Comment

 
Top