এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি!
কারও কথা কেউ বলে না, আমি একা হই কলঙ্কী।।
অনেকেতে প্রেম করে
এমন দশা ঘটে কারে
গঞ্জনা দেয় ঘরে পরে
শ্যামের পদে দিয়ে আঁখি।।
তলে তলে তল গোজা যায়
লোকের কাছে সতী বলায়
এমন সৎ অনেক পাওয়া যায়
সদয় যে হয় সেই পাতকী।।
অনুরাগী রসিক হলে
সে কি ডরায় কুল নাশিলে
লালন বলে, ফুচকি খেলে
ঘোমটা দেয় আর চায় আড়চোখী।। মজেছে সখি!
কারও কথা কেউ বলে না, আমি একা হই কলঙ্কী।।
অনেকেতে প্রেম করে
এমন দশা ঘটে কারে
গঞ্জনা দেয় ঘরে পরে
শ্যামের পদে দিয়ে আঁখি।।
তলে তলে তল গোজা যায়
লোকের কাছে সতী বলায়
এমন সৎ অনেক পাওয়া যায়
সদয় যে হয় সেই পাতকী।।
অনুরাগী রসিক হলে
সে কি ডরায় কুল নাশিলে
লালন বলে, ফুচকি খেলে
ঘোমটা দেয় আর চায় আড়চোখী।।

0 comments:

Post a Comment

 
Top