ওগো জ্যান্তে মরা, তা কি পারবি তোরা
সে প্রেম-সাধনে।
প্রেমে কিশোর কিশোরী মজেছে দুজনে।।
কামের কামী নিষ্কামী হয়
কামরূপে কামশক্তির আশ্রয়
তার সন্ধি জানা বড়ই সে নয়
জীবের মানে।।
পাইলে রে অরুণ-কিরণ
কমলিনী প্রফুল্ল বদন
অমনি গতি সে দলে
চলে আকর্ষণে।।
সমর্থা আর সাম্বু রসের মান
উভয় জানে সমানে সমান
লালন ফকির ফাঁকে ফেরে
কঠিন দেখে শুনে।।

0 comments:

Post a Comment

 
Top