সাঁই দরবেশ যারা,
আপনারে ফানা করে
অধরে মেশে তারা।।

মন যদি আজ হও রে ফকির
লও জেনে সে ফানার ফিকির
ধরা অধরা।
ফানায় ফিকির না জানিলে
ভস্ম মাখা হয় মসকরা।।

কূপজলে সে গঙ্গার জল
পড়িলে সে হয় রে মিশাল
উভয় এক ধারা।
তেমনি জেনো ফানার করণ
রূপে রূপ মিলন করা।।

মুরশিদ রূপ আর আলেক নূরী
এম মনে কেমনে করি
দুই রূপ নিহারা।
লালন বলে, রূপ সাধনে
হস্‌ নে যেন ঠিক-হারা।।

0 comments:

Post a Comment

 
Top