ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডাকাতির সময় এক যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময়ও গাড়িতে এক নারী র্যাব সদস্যসহ আরও ৩ জন আহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বাসের চালক ও সহকারী জানায়, মহাখালী থেকে সিরাজগঞ্জের এস আই পরিবহন-(ঢাকা মেট্রো- ব-১৪-৮৮৮৮) কোচটি গত রাতে রিজার্ভ যাত্রী নামিয়ে গাজীপুরের চন্দ্রায় গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়ে। শেষ রাতের দিকে একদল ডাকাত গাড়ির জালানা দিয়ে ভিতরে প্রবেশ করে চালক ও সহকারীকে বেঁধে ফেলে। ডাকাতরা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ড থেকে যাত্রী তুলে তাদেরকেও মারধর করে টাকা-পয়সা হাতিয়ে নেয়।
সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর থানার বানিয়াজুড়িতে গাড়ি রেখে ডাকাতরা পালিয়ে যায়। এ সময়ও গাড়িতে এক নারী র্যাব সদস্যসহ আরও ৩ জন আহত যাত্রী ছিল বলে জানায় তারা। এদের মধ্যে ওই বাস চালককে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তারা আরও জানায়, ডাকাতরা গাড়িতে এক নারীকে ধর্ষণ করেছে। সকালে তাকে গাড়ির মধ্যে বিবস্ত্র ও আহত আবস্থায় দেখা যায়।
আহত বাস চালক ফজলুল হক গাজীপুরের মৌচাক গ্রামের ইমান আলীর ছেলে। আর হেলপার আব্দুল কুদ্দুস পটুয়াখালীর মৌকরন গ্রামের হানিফ পেয়াদার ছেলে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি, গাড়িতে এক নারীর ছেড়া জামাকাপড় পাওয়া গেছে। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তার সন্ধান পেলে সঠিক তথ্য জানা যাবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment