মোবাইল ঘাঁটা এখন অনেকটা নেশার মতো হয়ে গেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের হাতে থাকা মোবাইল ফোনটির আলো তো বেশিরভাগ সময়ই জ্বলে থাকে। সারাক্ষণ চলতে থাকে ফেসবুকিং, গেমিং। অনেকে আবার বাথরুমেও মোবাইল নিয়ে যাওয়ার অভ্যাস করে ফেলেছেন। কিন্তু জানেন কি এই বাজে অভ্যাসটা কতবড় স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে?
কমোডে বসে বসেই মোবাইল ঘাঁটা, গেম খেলা, চ্যাটিং করা অনেকের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাইরে ব্যবহার করা হয়, এমন জিনিস যতটা সম্ভব কম নিয়ে বাথরুমে যাওয়া উচিত। কারণ যখনই আপনি যতবার কমোডে ফ্লাশ করেন, পানি এবং বর্জ্য থেকে ছিটকে আসা পদার্থগুলি বায়ুর মধ্যে মিশে যায়। এর মধ্যে জীবাণুও থাকে।
বাথরুমে যে হোল্ডারের মধ্যে টিস্যু পেপার রাখা থাকে, সেখানেই সবথেকে বেশি জীবাণু থাকে। আপনার ফোনটি যদি বাথরুমে নিয়ে এই পেপার হোল্ডারের উপরে বা তার আশেপাশে রাখেন, তাহলে ফোনের গায়ে ই-কোলাই, সালমোনেলার মতো জীবাণু জমে যায়। যা থেকে মারাত্মক রোগ ছড়াতে পারে।
তা সত্ত্বেও যদি আপনি ফোন নিয়ে বাথরুমে যান, তাহলে অ্যালকোহল বেসড টিস্যু পেপার দিয়ে বার বার ফোনটিকে মুছে নিন।

0 comments:

Post a Comment

 
Top