দাম্পত্য জীবনের শুরুতে যে স্পার্ক থাকে, সময়ের সঙ্গে সঙ্গে তা আর নজরে পড়ে না৷ কিন্তু কিছু কিছু বিষয় মাথায় রাখলে আপনার দাম্পত্য জীবন থাকতে পারে একইরকম যেমন ছিল সেই যৌবনে৷ তাই খেয়াল রাখুন এই ছোট ছোট বিষয়গুলিতে৷
১) একসঙ্গে টিভি দেখতে বসলে পার্টনারের ঘনিষ্ঠ হয়ে বসা অথবা ডিনার টেবিলেও ঘনিষ্ঠ হয়ে বসে ডিনার করতে পারেন৷
২) সঙ্গী বা সঙ্গিনীর বিশেষ স্থানগুলি স্পর্শ করতে পারেন রোম্যান্টিক মুডে থাকলে, সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়ে যেন ছেদ না পড়ে!
৩) পার্টনারকে বন্ধু মনে করা ভালো থিওরি, কিন্তু জানেন কি তাতে আখেরে আপনারই ক্ষতি হতে পারে৷ সবসময় বন্ধু মনে করলে যৌনজীবন সেই উত্তেজনা কমে গেলেও যেতে পারে৷
৪) জিম যাওয়া থেকে ডায়েট মেনুও কিন্তু ঠিক করতে হবে, কারণ দাম্পত্যের যৌনতায় যে এগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷
৫) দৈনন্দিন জীবন থেকে স্বাদ পরিবর্তন কিন্তু মাস্ট৷ আর তার জন্য দুজনে একান্তে সময় কাটান চেনা ছন্দের বাইরে গিয়ে৷
৬) পার্টনারকে উপহার দেওয়ার জন্য কোনও বিশেষ দিনের অপেক্ষা না করে, কোনও কারণ ছাড়াই গিফট দিন৷ আর ফল পান হাতেনাতে৷
৭) সাধারণ আলোচনাতেও কিন্তু স্কিন কনট্যাক্টে আসতে পারেন হালকা ভাবে৷ আলতো ছোঁয়া যে কত বড় কাজ করতে পারে তা হয়তো অনেকরই অজানা৷
৮) যৌনতায় মাঝে মাঝে নিমরাজি হওয়াও কিন্তু যৌনতায় আরও স্পার্ক আনে৷ তাই আুট অব দ্য বক্স গিয়ে পারফর্ম করুন বিশেষ সময়ে৷
তবে দাম্পত্য জীবন কতটা ভালো সুখের হবে তা কিন্তু আসলে আপনাদের দুজনের ওপরই নির্ভর করছে৷ কারণ আপনাদের মানসিকতাই কিন্তু শেষ কথা যার ওপরেই সবকিছু নির্ভরশীল৷
0 comments:
Post a Comment