যে লক্ষন গুলো দেখে বুযবেন মেয়েটি কেমন(কামশুত্রের মতে)
  1. 1. সুপরিবারের মহিলাকে বিয়ে করা উচিত।  সমাজে পাত্রের পরিবারের যেরকম স্থান, তেমনই মহিলার পরিবারের হওয়া উচিত।  মহিলার পরিবারের সুনাম ও আভিজাত্য থাকা উচিত।
    2. যে মহিলা নিজের পারিপার্শিক পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং সমাজের প্রত্যেকে শ্রেণীর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন।
    3. যে মহিলা বুদ্ধিমতী এবং সারা বিশ্বে কী ঘটছে সেই সম্পর্কে ওয়াকিবহল তার সঙ্গে বিয়ে হলে জীবন শান্তি থাকবে।
    4. যে মহিলা উদার এবং নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল।
    5. যে মহিলা অর্থ সঞ্চয় করতে পটু।
    6. যে মহিলার নিজের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে শ্রদ্ধা আছে।
    7. যে মহিলা খারাপ সময়ে পরিবারের  হাল ধরতে পারেন।
    8. যে মহিলা বয়েজ্যেষ্ঠ্যদের শ্রদ্ধা করতে জানেন।
    9.যে মহিলা ছোটবেলায় ভাই বোনের সঙ্গে বড় হয়েছে, কারণ এদের মধ্যে ধৈর্য্য বেশি থাকে এবং এরা সব কিছু ভাগ করেনিতে পারেন।  পরবর্তীকালে সন্তানদের পালন ক্রতেও এরা পটু।
    10. যে মহিলা নিজের আকাঙ্খা সম্পর্কে ওয়াকিবহল এবং প্রাণবন্ত।

0 comments:

Post a Comment

 
Top