লাইভ প্রদর্শনের সময় নারী সহ-উপস্থাকের টপ তুলে তাঁর ব্রা দেখিয়ে যেভাবে ঠাট্টা করেছেন, তা ভালোভাবে নেননি দর্শকরা। জানা গেছে, লাইভ শো চলাকালীন নারী সহ-উপস্থাপক ভেনেসা অলিভেইরার পিঠে বিশ্রীভাবে হাত বোলাচ্ছিলেন উপস্থাপক হারমান হোসে লেভান্টা। দৃশ্যতই ভেনেসা এতে অস্বস্তি বোধ করে, ওই উপস্থাপককে গায়ে হাত দিতে বারণ করেন। শকিং ঘটনাটি ঘটে এর পরপরই। কোনও কারণ ছাড়াই ওই উপস্থাপক ভেনেসার টপ তুলে ধরে লাইভ শোয়ে তাঁর ব্রা দেখিয়ে দেন

0 comments:

Post a Comment

 
Top