হস্তমৈথুনে কমে ক্যানসারের সম্ভাবনা
আপনি কি নিয়মিত হস্তমৈথুন করেন? আরে লজ্জা পেলেন বুঝি? কিশোরবেলার ডেলি রুটিনে এখনও কোনও চেঞ্জ নেই। তবে নোয়াপাতি ভুঁড়ি নিয়ে সংসারী মধ্যবয়স্কের এ হেন অভ্যেসে আমজনতার ভুরু কুঁচকে উঠবে বৈকি! তবে আর চিন্তা নেই। গবেষকরাই আপনার এ অভ্যেসে সম্মতি দিয়েছেন। তাদের এ হেন যুক্তির কারণ কি?
১) স্পার্ম কাউন্টের ঊর্দ্ধগতি
সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত হস্তমৈথুনে স্পার্ম কাউন্ট অনেকটাই বেড়ে যায়। নতুন স্পার্ম পুরনোর জায়গায় রিপ্লেস হলে ফার্টিলিটিও বাড়ে।
২) স্ট্রেসের ছুটি
হস্তমৈথুন স্ট্রেস কমানোর সেরা উপায়। এ সময় এমন কিছু হরমোন শরীর থেকে বের হয় যা স্ট্রেস মুক্ত করে।
৩) প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা কমে
গবেষণায় দেখা গিয়েছে, যে পুরুষরা এক সপ্তাহে পাঁচবারের বেশি হস্তমৈথুন করেন তাদের প্রস্টেট ক্যানসারের সম্ভবনা কমে।
৪) আয় ঘুম যায় ঘুম
আপনি যদি অনিদ্রায় ভোগেন সেক্ষেত্রে হস্তমৈথুন আপনার রোগ সারানোর মোক্ষম উপায়। নিয়মিত হস্তমৈথুনে ঘুমের সমস্যা কমে।
৫) সেফেস্ট সেক্সুয়াল প্র্যাকটিস
আপনার বহুগামিতার অভ্যেস থাকলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিসিজের ভয় থাকে। কিন্তু হস্তমৈথুনে সেই আশঙ্কা নেই। হস্তমৈথুনের ফলে অন্যান্য যৌন সমস্যাও কমে যায়।
৬) ভাল পারফর্মারই হস্তমৈথুনে এক্সপার্ট!
বিছানায় আপনার পারফরমেন্স যত ভাল হস্তমৈথুনে আপনি ততই এক্সপার্ট। দেখা গিয়েছে যারা বেশি হস্তমৈথুন করেন তারা সাধারণত ভাল সেক্স পার্টনার।

0 comments:

Post a Comment

 
Top