কে বলে পাগল
সে যেনো কোথায়
রয়েছে কতই দূরে
মন কেনো এতো কথা বলে
পাগল মন মন রে
মন কেনো এতো কথা বলে
মনকে আমার যত চাইরে বুঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে
আমি বাকে আমার মনটা বাকে (?)
আজো পারলাম না আমার মনকে বুঝিতে
আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন
(প্রুফরীড দরকার)
 



Posted by bdkotha9

0 comments:

Post a Comment

 
Top