বিশ্ববাসীরা শোন, 
 মোদের কাহিনী শুনিয়া কাঁদিবে নাই কি দরদী কোন? 
 সীমান্ত পার হয়ে যারা গেছে হয়ত বেঁচেছে যবে, 
 এখানে যাহারা রয়েছি জানিনে কিবা পরিণাম হবে। 
 প্রতিদিন শুনি ভীষণ হইতে খবর ভীষণতর, 
 শিহরিয়া উঠি থাপড়াই বুক জীয়ন্তে মরমর, 
 রাত্র দিনের দু-খানি পাখায় লিখি অসহ্য গাথা, 
 চোখের সামনে দোলায় দেশের নিষ্ঠুর শাসন-দাতা। 

0 comments:

Post a Comment

 
Top