পোনে ছটা বেজে গেল ছটা দশে গাড়ি
কৃষ্ণনগর যেতে হবে তোমার বাপের বাড়ি ও গিন্নী
শোনো তুমি সাজগোজ করো তাড়াতাড়ি
রিক্সালা বসে আছে করে মুখ ভারী
দেরী হয়ে যাবে গিন্নী দেবাক ট্রেন ছাড়ি।
নতুন জামাই আমি যাব শ্বশুরবাড়ি
হাতে লোবো আমি মিষ্টি দইয়ের হাঁড়ি
শাশুড়ি না শ্বশুরমশায় খুশি হবেন ভারী।।
পাড়াপড়শীরা সব কাছে এসে বসবে
আদরের শালীরা গায়ে গা ঘসবে
পাশের বাড়ির বান্ধবীরা করছে কানাকানি।।
 



Posted by bdkotha9

0 comments:

Post a Comment

 
Top