প্রথম ছন্দে অধম বন্দে—–
. ( এই ) জন্মভূমির মাটি গো
গয়া কি কাশী, মক্কা কিম্বা
. মদিনার চেয়ে খাঁটি গো
যে মাটির ধূলি কণা প্রতি ক্ষণে ক্ষণে
আঁধারে দেখায় পথ, দিশেহারা জনে
যুগে যুগে কত শত অমৃত সন্তান
যে মাটিতে গেয়ে গেল জীবনের গান
শত শত শহীদের রুধিরের ধারা
দেখায় নিশানা, পথ পায় পথহারা
( সেই ) মাটির টানে মাটির গানে
. যাবে কি জীবন কাটি গো।
সভাতে বন্দিনু আমি জন তার পায়
যাঁদের স্মরণে ভয় ভীতি দূরে যায়
ইতিহাস গতি পথে স্মৃতি রেখাগুলি
ঘন কুয়াশার মাঝেতে নিশান তুলি
দেখায় পথের দিশা ভ্রান্ত পথিকে
প্রণমি সে মধ্যবিত্ত কিষাণ শ্রমিকে
( যাদের ) কর্মধারা করে সাহারা
. মরুকে পরি পাটি গো।
পরে বন্দি তরুণপ্রতীক ছাত্রদল
দেশের কল্যাণে যারা রক্ত করে জল
যাদের মরমজয়ী জীবনের গানে
নিতি নিতি ক্ষিতি তলে বরাভয়দানে
বিজ্ঞানের অগ্রগতি যাহাদের দান
তাদের বন্দিয়া আমি রচি এই গান
( যাদের ) নিশান তুলে, যাই যে ভুলে
. তুচ্ছ ঝগড়া ঝাঁটি গো |
নির্বাচনের ওই পটভূমিকায়
চারিভিতে প্রকাশিত ব্যথা বেদনায়
পথে পথে শতে শতে গেয়ে চলি গান
যতদিন বাংলার এই মহাশ্মশান
না জগিবে , না ফুটিবে নব কিশলয়
অত্যাচারীর গ্লানি মাখা পরাজয়
না উড়াবে জনতার বিজয় নিশান
ততদিন শান্ত মোর হবে না তো গান
নির্বাচনে, সর্বজনে——–
. ( যেন ) যোগায় সে ভাষাটি গো |
————-
গুরুদাস পাল
 



Posted by bdkotha9

0 comments:

Post a Comment

 
Top