বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে
যার সাথে যার ভালবাসা
সেইতো মজা লোটে লো
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে লো
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে
সোনা দেহে ঘাম ঝরে
দুঃখে পরান ফাটে লো
Posted by bdkotha9
0 comments:
Post a Comment