নদী কভু পান নাহি করে নিজ জল, 
 তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, 
 গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, 
 কাষ্ঠ, দগ্ধ হয়ে, করে পরে অন্নদান, 
 স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত, 
 বংশী করে নিজস্বরে অপরে মোহিত, 
 শস্য জন্মাইয়া, নাহি খায় জলধরে, 
 সাধুর ঐশ্বর্য শুধু পরহিত-তরে।

0 comments:

Post a Comment

 
Top