আমার আপনার চেয়ে আপন যে জন 
 খুঁজি তারে আমি আপনার, 
 আমি শুনি যেন তার চরণের ধ্বনি 
 আমারি তিয়াসী বাসনায়।। 

 আমারই মনের তৃষিত আকাশে 
 কাঁদে সে চাতক আকুল পিয়াসে, 
 কভু সে চকোর সুধা-চোর আসে 
 নিশীথে স্বপনে জোছনায়।। 

 আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম, 
 অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলি-উজল অভিরাম।। 
 আমারই রচিত কাননে বসিয়া 
 পরানু পিয়ারে মালিকা রচিয়া, 
 সে মালা সহসা দেখিনু জাগিয়া, 
 আপনারি গলে দোলে হায়।।

0 comments:

Post a Comment

 
Top