পিন্দারে পলাশের বন পালাব পালাব মন
নেংটি ইন্দুরে ঢোল কাটে হে কাটে হে
বতরে পিরিতির ফুল ফুটে হে
আলতা সিন্দুরে রাঙা,
বিহা ছেড়ে করব সাঙা
দেখি কেমনে কিনা কাইটে হে কাটে হে
বতরে পিরিতির ফুল ফুটে হে
হামার বঁধু রাইত কানা,
বাড়িহির পথে আনাগোনা
হিংসরাই উঠে ধান কুটে হে কাটে হে
বতরে পিরিতির ফুল ফুটে হে
Posted by bdkotha9
0 comments:
Post a Comment