দাঁড়ারে দাঁড়ারে নিমাই তোরে দেখিব বলে
                    রইয়াছি বইসা রে নিমাই
ছাতি, জুতা, জামা কাপড় নিমাই রইয়াছে ঘরে
                    নগরে মাগিও ভিক্ষা দিনান্তের পরে।
সন্ন্যাসী না হইও রে নিমাই
                    বৈরাগী না হইও
ঘরে বসে অভাগীরে
                    মা বলে ডাকিও।
কোথা থিকা আইল রে গুরু
                    বসতে দিলাম ঠাঁই
সেই হইতে মোর নিমাইর মুখে
                    মা বলা ডাক নাইও রে নিমাই
                         (মা বলা ডাক নাই)।
(আবার) ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া
                    যেন জনন্ত অগনি (গো)
(ও) তার উন্মত্ত যৌবন সে
                    কারে সঁপে দেবে (গো)
                         (কারে সঁপে দেবে)।
দেখরে নদীয়া বাসী
                    দেখগো চাহিয়া
নিমাই চাঁদ সন্ন্যাসে যায়
                    তার জননী ছাড়িয়া
(রে নিমাই জননী ছাড়িয়া)।।
 


0 comments:

Post a Comment

 
Top