পরশ-পাথর ~ রবীন্দ্রনাথ ঠাকুর পরশ-পাথর ~ রবীন্দ্রনাথ ঠাকুর

খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর। মাথায় বৃহৎ জটা ধূলায় কাদায় কটা, মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি র...

Read more »
18:09

সমুদ্রের প্রতি~ রবীন্দ্রনাথ ঠাকুর সমুদ্রের প্রতি~ রবীন্দ্রনাথ ঠাকুর

হে আদিজননী সিন্ধু,বসুন্ধরা সন্তান তোমার, একমাত্র কন্যা তব কোলে। তাই তন্দ্রা নাহি আর চক্ষে তব, তাই বক্ষ জুড়ি সদা শঙ্কা,সদা আশা, সদা আন্...

Read more »
18:09

দেউল ~ রবীন্দ্রনাথ ঠাকুর দেউল ~ রবীন্দ্রনাথ ঠাকুর

রচিয়াছিনু দেউল একখানি অনেক দিনে অনেক দুখ মানি। রাখি নি তার জানালা দ্বার, সকল দিক অন্ধকার, ভূধর হতে পাষাণভার যতনে বহি আনি॥ রচিয়াছ...

Read more »
18:09

নদীপথে~ রবীন্দ্রনাথ ঠাকুর নদীপথে~ রবীন্দ্রনাথ ঠাকুর

গগন ঢাকা ঘন মেঘে, পবন বহে খর বেগে। অশনি ঝনঝন ধ্বনিছে ঘন ঘন, নদীতে ঢেউ উঠে জেগে। পবন বহে খর বেগে। তীরেতে তরুরাজি দোলে আকুল মর্ম...

Read more »
18:05

অনাদৃত~ রবীন্দ্রনাথ ঠাকুর অনাদৃত~ রবীন্দ্রনাথ ঠাকুর

তখন তরুণ রবি প্রভাতকালে আনিছে উষার পূজা সোনার থালে। সীমাহীন নীল জল করিতেছে থলথল্, রাঙা রেখা জ্বলজ্বল্ কিরণমালে। তখন উঠিছে রবি গগ...

Read more »
18:04

প্রতীক্ষা~ রবীন্দ্রনাথ ঠাকুর প্রতীক্ষা~ রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে মৃত্যু, জানি তুই আমার বক্ষের মাঝে বেঁধেছিস বাসা। যেখানে নির্জন কুঞ্জে ফুটে আছে যত মোর স্নেহ-ভালোবাসা, গোপন মনের আশা, জীবনের দুঃখ...

Read more »
18:01
 
Top